হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার নেত্রকোনায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী সাখাওয়াত হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সীমান্তবর্তী কালিকাবর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাখাওয়াত ময়মনসিংহ জেলার মহেলাকান্দা ইউনিয়নের মুচডেঙ্গা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

মো. নুরুল আবছার বলেন, গত ২৫ এপ্রিল চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসীদীঘির পাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে রিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।ওই ঘটনার পর স্বামী পলাতক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ভিকটিমের স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাসার ভেতরে রেখে পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, র‌্যাব আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি চালায়। একপর্যায়ে র‌্যাব-১৩-এর সহায়তায় নেত্রকোনার দুর্গম সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে। র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান। তাঁকে বন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত গৃহবধূ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা গ্রামের মৃত নূর আহাম্মদের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর কেইপিজেডে জিএমএস কারখানায় কর্মরত ছিলেন। স্বামীর সঙ্গে চট্টগ্রাম নগরীতে কলসীদীঘি এলাকার হাজি মাহমুদ মিয়া কলোনিতে ভাড়া থাকতেন।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট