হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার নেত্রকোনায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী সাখাওয়াত হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সীমান্তবর্তী কালিকাবর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাখাওয়াত ময়মনসিংহ জেলার মহেলাকান্দা ইউনিয়নের মুচডেঙ্গা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

মো. নুরুল আবছার বলেন, গত ২৫ এপ্রিল চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসীদীঘির পাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে রিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।ওই ঘটনার পর স্বামী পলাতক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ভিকটিমের স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাসার ভেতরে রেখে পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, র‌্যাব আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি চালায়। একপর্যায়ে র‌্যাব-১৩-এর সহায়তায় নেত্রকোনার দুর্গম সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে। র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান। তাঁকে বন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত গৃহবধূ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা গ্রামের মৃত নূর আহাম্মদের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর কেইপিজেডে জিএমএস কারখানায় কর্মরত ছিলেন। স্বামীর সঙ্গে চট্টগ্রাম নগরীতে কলসীদীঘি এলাকার হাজি মাহমুদ মিয়া কলোনিতে ভাড়া থাকতেন।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১