হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার নেত্রকোনায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী সাখাওয়াত হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সীমান্তবর্তী কালিকাবর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাখাওয়াত ময়মনসিংহ জেলার মহেলাকান্দা ইউনিয়নের মুচডেঙ্গা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

মো. নুরুল আবছার বলেন, গত ২৫ এপ্রিল চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসীদীঘির পাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে রিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।ওই ঘটনার পর স্বামী পলাতক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ভিকটিমের স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাসার ভেতরে রেখে পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, র‌্যাব আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি চালায়। একপর্যায়ে র‌্যাব-১৩-এর সহায়তায় নেত্রকোনার দুর্গম সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে। র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান। তাঁকে বন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত গৃহবধূ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা গ্রামের মৃত নূর আহাম্মদের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর কেইপিজেডে জিএমএস কারখানায় কর্মরত ছিলেন। স্বামীর সঙ্গে চট্টগ্রাম নগরীতে কলসীদীঘি এলাকার হাজি মাহমুদ মিয়া কলোনিতে ভাড়া থাকতেন।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ