হোম > সারা দেশ > চট্টগ্রাম

মীরসরাইয়ে যুবদল নেতা হত্যা, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে সংঘর্ষে যুবদল নেতা জাহেদ হোসেন মুন্না হত্যার ঘটনায় পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কামরুল হাসানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেন। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার রাতে মীরসরাই বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার ও টাকার ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জাহেদ হোসেন মুন্না (২০) নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় নিহত মুন্নার স্ত্রীর বড় ভাই আরাফাত হোসেন বাদী হয়ে মীরসরাই থানায় ১১ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। পুলিশ মঙ্গলবার সকালে অভিযানে গিয়ে কামরুল হাসানসহ চারজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ