খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে বিক্রির অপরাধে নেপাল ত্রিপুরা (৪৮) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলা কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন।
জানা যায়, অবৈধভাবে পাহাড় কাটার সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব। পাহাড় কাটার সময়ে সেখানে উপস্থিত হন কর্মকর্তারা। এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ (গ) এবং ১৫/১ ধারায় নেপাল ত্রিপুরাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে একটি এক্সকাভেটরসহ মাটি বহনের কাজে ব্যবহার করা চারটি ট্রাক্টর জব্দ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, অবৈধভাবে মাটি কাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।