হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলিতে ২ জেলে নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সন্দ্বীপে মেঘনা নদীসংলগ্ন বঙ্গোপসাগরে কোস্ট গার্ড সদস্যদের সঙ্গে গোলাগুলিতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মরদেহ সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস জানান।

তাঁরা হলেন আবদুর রহমান ও রাজু। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

আজকের পত্রিকাকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, বঙ্গোপসাগরে গোলাগুলিতে আহত চারজনকে গতকাল বুধবার রাত ১টার দিকে আনা হয়। তাঁদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। তাঁদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে।

বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এলাকায় কোস্ট গার্ড সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা। ওই সময় জেলে ও কোস্ট গার্ড সদস্যদের মধ্যে গোলাগুলি হয়।’

তিনি আরও বলেন, ‘গুলিবিদ্ধ চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কোস্ট গার্ড। সেখানে কর্তব্যরত চিকিৎসক উল্লিখিত দুজনকে মৃত ঘোষণা করেন।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক