হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৪১ লাখ টাকা মূল্যের ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফের আবু ছিদ্দিক (২৯) ও উখিয়ার মো. বেলাল উদ্দিন (২০)। 

মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে তারা।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারেন বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছে। এরই ভিত্তিতে আজ সকালে ওই সড়কে একটি পিকআপের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে পিকআপ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেন, দীর্ঘদিন যাবৎ তাঁরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করেন। 

র‍্যাব-৭ আরও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল