হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৪১ লাখ টাকা মূল্যের ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফের আবু ছিদ্দিক (২৯) ও উখিয়ার মো. বেলাল উদ্দিন (২০)। 

মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে তারা।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারেন বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছে। এরই ভিত্তিতে আজ সকালে ওই সড়কে একটি পিকআপের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে পিকআপ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেন, দীর্ঘদিন যাবৎ তাঁরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করেন। 

র‍্যাব-৭ আরও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ