হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় সিইউএফএল সার কারখানায় বিক্ষোভ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

সিইউএফএল সার কারখানায় শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারায় এক করপোরেশন, এক পে স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সিইউএফএল সার কারখানায় শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শত শত শ্রমিক-কর্মচারী অংশ নেন।

সিবিএর আইনবিষয়ক সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রানা, আরিফুর রহমান, জালাল আহমেদ, সাকিব আরমান প্রমুখ।

এ সময় বক্তারা বৈষম্য দূরীকরণে এক করপোরেশন, এক পে স্কেল বাস্তবায়ন, কারখানায় নিরবচ্ছিন্নভাবে গ্যাস সংযোগ নিশ্চিতকরণ, পে কমিশনভুক্ত শ্রমিকদের মতো জাতীয় মজুরি কমিশনভুক্তদের ৫ শতাংশ প্রণোদনা এরিয়া ও ১৫ শতাংশ বিশেষ সুবিধা দ্রুত কার্যকর করা, শ্রমিক-কর্মচারীদের প্রমোশন, উচ্চতর গ্রেড, লাম্পগ্রান্ট বাস্তবায়নসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

এ সময় সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শ্রমিক-কর্মচারীদের দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘শ্রমিক-কর্মচারীদের এসব দাবি শতভাগ যৌক্তিক। শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রাণ। তারা যদি সন্তুষ্ট না থাকে তাহলে কারখানা ভালোভাবে চলতে পারবে না। তাই শ্রমিকদের এসব দাবি আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণে ভূমিকা পালন করব।’

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল