হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে যুবক নিহত 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেলে করে বন্ধুসহ ঘুরতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ইউনুস নুর রবিন (৩২) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা অপর আরোহী তারেক (৩০) গুরুতর আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত ইউনুস নুর রবিন চট্টগ্রামের পাথরঘাটা এলাকার নজু মিয়া লেনের মোহাম্মদ আনিছের ছেলে। 

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মোজাফফর হোসেন বলেন, রবিন ও তারেক দুই বন্ধু মোটরসাইকেলে করে পটিয়ার একটি রেস্টুরেন্টে খেতে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম শহর থেকে রওনা দেন। পথে রাত ১টা ২০ মিনিটের দিকে পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় কক্সবাজারমুখী মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তাঁরা সড়ক থেকে ছিটকে পড়েন। এ সময় পথচারীরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন। অপর বন্ধু তারেক গুরুতর আহত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে জব্দ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন হোসেন বলেন, রাত ৩টার দিকে কিছু লোক গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় রবিন নামে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

উপপরিদর্শক আরও বলেন, ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই মারা যান তিনি। এ সময় তারেক নামে অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত