হোম > সারা দেশ > চট্টগ্রাম

মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর মধ্যরাতে দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আবাসিক হল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

আবাসিক হল দুটি হলো—শাহজালাল ও শাহ আমানত। অন্যদিকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, স্টাম্প, রড, হকিস্টিক ও এক বস্তা ইট-পাটকেল। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রদের দুই গ্রুপের ঝামেলার পর আমরা রাতে দুটি হলে তল্লাশি চালিয়েছি। কিছু হকিস্টিক, ক্রিকেট স্ট্যাম্প ইত্যাদি উদ্ধার করা হয়েছে। আমরা কাউকে আটক করতে পারিনি।’

প্রক্টর আরও বলেন, ‘দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুটি তদন্ত কমিটি করা হচ্ছে। আমরা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এর আগে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলসংলগ্ন একটি হোটেলে টেবিলে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপ, যা থেমে থেমে পরদিন বিকেল চারটা পর্যন্ত চলে। এ ঘটনায় প্রক্টর, সহকারী প্রক্টর, পুলিশ কর্মকর্তাসহ উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হন।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা