হোম > সারা দেশ > ফেনী

নাশকতার অভিযোগে ফেনীতে জামায়াতের ১২ জন আটক

ফেনী প্রতিনিধি

ফেনীতে ককটেল ও বিভিন্ন জিহাদি বইসহ জামায়াতে ইসলামের ১২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফেনী মডেল থানা-পুলিশ।

আজ শনিবার সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মোহাম্মদ শফিউল্যাহ (৫৩), মোস্তফা আজিম (৪০), মোহাম্মদ শাহ আলম (৪৮), আবু তাহের (৫৪), আব্দুল মতিন (৪৪), মো. সালাউদ্দিন (৩২), আলমগীর (৪০), জাকির হোসেন (৩৫), আব্দুল মোতালেব (৩৮), মনির হোসেন (৪১), মো. মহিউদ্দিন (৩৪), মো. ইসরাফিল (১৮)। তাদের প্রত্যকের বাড়ি ফেনী জেলায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় নাশকতার পরিকল্পনার সময় পাঁচটি ককটেল ও জিহাদি বইসহ ১২ জনকে আটক করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘আটককৃতরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে জেলা জামায়াতের আমীর মাস্টার শামসুদ্দীন পুলিশের অভিযোগ প্রত্যাখ্যান করে আজকের পত্রিকাকে বলেন, ‘সেখানে (কার্যালয়ে) শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অবহিতকরণ সভা ছিল। সেখানে নাশকতার পরিকল্পনা সভার অভিযোগ কাল্পনিক ও বানোয়াট।’

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ