হোম > সারা দেশ > ফেনী

নাশকতার অভিযোগে ফেনীতে জামায়াতের ১২ জন আটক

ফেনী প্রতিনিধি

ফেনীতে ককটেল ও বিভিন্ন জিহাদি বইসহ জামায়াতে ইসলামের ১২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফেনী মডেল থানা-পুলিশ।

আজ শনিবার সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মোহাম্মদ শফিউল্যাহ (৫৩), মোস্তফা আজিম (৪০), মোহাম্মদ শাহ আলম (৪৮), আবু তাহের (৫৪), আব্দুল মতিন (৪৪), মো. সালাউদ্দিন (৩২), আলমগীর (৪০), জাকির হোসেন (৩৫), আব্দুল মোতালেব (৩৮), মনির হোসেন (৪১), মো. মহিউদ্দিন (৩৪), মো. ইসরাফিল (১৮)। তাদের প্রত্যকের বাড়ি ফেনী জেলায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় নাশকতার পরিকল্পনার সময় পাঁচটি ককটেল ও জিহাদি বইসহ ১২ জনকে আটক করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘আটককৃতরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে জেলা জামায়াতের আমীর মাস্টার শামসুদ্দীন পুলিশের অভিযোগ প্রত্যাখ্যান করে আজকের পত্রিকাকে বলেন, ‘সেখানে (কার্যালয়ে) শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অবহিতকরণ সভা ছিল। সেখানে নাশকতার পরিকল্পনা সভার অভিযোগ কাল্পনিক ও বানোয়াট।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা