হোম > সারা দেশ > নোয়াখালী

যুক্তরাষ্ট্র গেলেন না কাদের মির্জা, ফিরেছেন কোম্পানীগঞ্জে

প্রতিনিধি

কোম্পানীগঞ্জ, (নোয়াখালী): চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন না নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। গতকাল বুধবার রাতেই তাঁর ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, বুধবার ভোর সাড়ে ৪টায় আমার আমেরিকায় যাওয়ার কথা ছিল। কিন্তু আমি আমেরিকা যাব না। মঙ্গলবার এবং বুধবার সন্ত্রাসীরা কোম্পানীগঞ্জের বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে নাশকতার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, নেতা-কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চিকিৎসার জন্য আমেরিকা যাওয়া স্থগিত করেছি।

তিনি আরও বলেন, আমি কোম্পানীগঞ্জে শান্তি চাই। দীর্ঘ ৪৭ বছর ধরে বঙ্গবন্ধুর রাজনীতি করছি। কেউ কোম্পানীগঞ্জে অশান্তি করবে তা হতে দেব না।

এর আগে বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন মেয়র আবদুল কাদের মির্জা।

এ জন্য গত মঙ্গলবার ভোরে মা-বাবার কবর জিয়ারত করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে কোম্পানীগঞ্জ ছাড়েন তিনি।

নোয়াখালী ও ফেনীতে আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত। দ্বন্দ্বের জেরে দু–পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। আবদুল কাদের মির্জার অভিযোগ, প্রতিপক্ষ গ্রুপ তার নেতা–কর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে। তার অনেক কর্মীকে আটকও রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ