হোম > সারা দেশ > বান্দরবান

কেএনএফ সন্দেহে আটক ৪ জনকে কারাগারে পাঠালেন আদালত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংকের ম্যানেজার অপহরণের ঘটনায় আটক আরও চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন রুমার রেমাক্রি প্রাংশা ইউনিয়নের বাসিন্দা লাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমার পাইন্দু ইউনিয়নের মিথুসেল বম প্রকাশ আমং (২৫) ও বান্দরবান সদরের লাল রুয়াত লিয়ান বম (৩৮)। এর আগে জেলা শহরের লাল ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, রুমার ঘটনায় আজ চারজনকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রুমা-থানচিতে একই ঘটনায় এ পর্যন্ত কেএনএফ সন্দেহে মোট ৬২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এ বিষয়ে জানতে চাইলে আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ আজকের পত্রিকাকে বলেন, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় আটক চারজনকে আজ আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে অনুযায়ী তাঁদের কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, রুমা-থানচির ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৭ জন কুকি-চিন সদস্যসহ ব্যাংক ডাকাতিতে ব্যবহার করা একজন গাড়ি চালক নিয়ে মোট ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় দুই উপজেলায় ৯টি মামলা হয়েছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল