হোম > সারা দেশ > বান্দরবান

কেএনএফ সন্দেহে আটক ৪ জনকে কারাগারে পাঠালেন আদালত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংকের ম্যানেজার অপহরণের ঘটনায় আটক আরও চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন রুমার রেমাক্রি প্রাংশা ইউনিয়নের বাসিন্দা লাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমার পাইন্দু ইউনিয়নের মিথুসেল বম প্রকাশ আমং (২৫) ও বান্দরবান সদরের লাল রুয়াত লিয়ান বম (৩৮)। এর আগে জেলা শহরের লাল ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, রুমার ঘটনায় আজ চারজনকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রুমা-থানচিতে একই ঘটনায় এ পর্যন্ত কেএনএফ সন্দেহে মোট ৬২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এ বিষয়ে জানতে চাইলে আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ আজকের পত্রিকাকে বলেন, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় আটক চারজনকে আজ আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে অনুযায়ী তাঁদের কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, রুমা-থানচির ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৭ জন কুকি-চিন সদস্যসহ ব্যাংক ডাকাতিতে ব্যবহার করা একজন গাড়ি চালক নিয়ে মোট ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় দুই উপজেলায় ৯টি মামলা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ