চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১৫ জন। সংক্রমণের হার ৩৩; যা আগের দিন ছিল ৩৯ শতাংশ।
আজ বুধবার জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯২ জনের নমুনা পরীক্ষা করে ৯১৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৪১ ও বিভিন্ন উপজেলার ২৭৪ জন। জেলার রাউজান উপজেলায় সর্বোচ্চ ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছেন ৭৮ হাজার ৪৬৬ জন। এর মধ্যে নগরে মোট আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৯৬৪ এবং অন্যান্য উপজেলার ১৯ হাজার ৪৭২ জন।
এ ছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৯৩২ জন। এর মধ্যে নগরের ৫৬১ এবং বিভিন্ন উপজেলার ৩৭১ জন।