নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের কাছে মেঘনা নদীতে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ১২ জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে শ্যামল জল দাস (১৯) নামে একজন। আজ বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শ্যামল জল দাস উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের ভৈরব বাজার জেলে পাড়ার মতিলাল জল দাসের ছেলে।
চরকিং ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার মধ্যে বৃহস্পতিবার সকালে ট্রলারটি ১৩ জন মাঝি মাল্লা নিয়ে নদীতে মাছ শিকারে যায়। এ সময় প্রবল ঢেউয়ের আঘাতে জেলেদের ট্রলারটি উল্টে যায়। পরে পাশের একটি ট্রলারের সহযোগিতায় ১২ জেলে জীবিত উদ্ধার হয়। অনেক খোঁজাখুঁজি করেও শ্যামল নামে একজনকে পাওয়া যায়নি। দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটি হাতিয়ার ভৈরব বাজার ঘাটের সুবল জল দাসের ছেলে হবুল্ল জল দাসের।
এ বিষয়ে হবুল্ল মাঝি জানায়, তিনি অন্য আরও দুটি ট্রলার নিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা করছেন। ১৩ জনের মধ্যে ১২ জনকে উদ্ধার করা গেলেও শ্যামলকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলারটির মধ্যে শ্যামল থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
এই বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, আমি জেলেদের ট্রলার ডুবির বিষয়টি শুনেছি। জেলেদের সহযোগিতা করার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে।