হোম > সারা দেশ > কুমিল্লা

উপমহাদেশের বরেণ্য সংগীতজ্ঞ শচীন দেববর্মণের ১১৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় উপমহাদেশের বরেণ্য সংগীতজ্ঞ শচীন দেববর্মণের ১১৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজন নগরীর চর্থার শচীন দেববর্মণের বাড়িতে শিল্পীর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। পরে জেলা শিল্পকলা একাডেমি, জেলা কালচারাল কমপ্লেক্স, বাংলা সংস্কৃতি বলয়, সাংস্কৃতিক সংসদ কুমিল্লা, কুমিল্লা জেলা স্কুল, ইউসুফ হাই স্কুল, নজরুল পরিষদ, জাসাস কুমিল্লা, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিল্পীর শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পষ্কজ বড়ুয়া, রেভিনিও ডেপুটি কালেক্টর (আরডিসি) ফারিয়া ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার (এনডিসি) মো. মেহেদী হাসান শাওন, জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদ, গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলামিন, উদীচীর সভাপতি ও কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, কুমিল্লাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় যে উপমহাদেশের বরেণ্য সংগীতজ্ঞ শচীন দেববর্মণের বাড়ি কুমিল্লায়। দেববর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। প্রতি বছরই তিন দিনব্যাপী শিল্পীর বাড়িতে শচীন মেলার আয়োজন করা হয়। এবারও তা আয়োজন করা হবে। 

তিনি আরও বলেন, শিল্পীর বাড়িটিতে সংরক্ষণের জন্য আরও উদ্যোগ নেওয়া হবে। সারা বছরই যেন বাড়িটিতে উৎসব মুখর থাকে সে বিষয়ে নানামুখী পরিকল্পনার করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার