হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চিকিৎসাসেবা নিয়ে এভারকেয়ার হসপিটালের গোলটেবিল আলোচনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘চিকিৎসার জন্য বিদেশ কেন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার নগরীর এভারকেয়ার হসপিটাল মিলনায়তনে এই আলোচনা সভা হয়।

পুষ্টিবিদ (ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট) হাসিনা আকতার লিপির সঞ্চালনয় চট্টগ্রামের এভারকেয়ার হসপিটাল কর্তৃপক্ষ এ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে।

সভায় চিকিৎসাসেবায় সর্বশেষ অগ্রগতি, বিদেশের তুলনায় দেশে কম চিকিৎসা ব্যয় ও বিদেশে চিকিৎসা করতে গিয়ে রোগীদের ভোগান্তিসহ বেশ কিছু বিষয় উঠে আসে। এ ছাড়া ফলোআপ জন্য বারবার বিদেশ আসা-যাওয়ার ঝামেলা, রোগীর পরিবারের সদস্যদের ওপর মানসিক চাপ, ভিসা সংক্রান্ত জটিলতা এবং ভিসা পাওয়ার দীর্ঘসূত্রতা বিষয় নিয়ে আলোচনা হয়।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন, ‘যারা দেশের বাইরে চিকিৎসা নিতে যান তাদের ভাষা সংক্রান্ত জটিলতা, অপরিচিত স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থা, দীর্ঘ অপেক্ষা এবং মাত্রাতিরিক্ত খরচসহ নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়।’

মেডিকেল সার্ভিস বিভাগের ডিরেক্টর ডা. দীপক সিং বলেন, ‘এভারকেয়ার হসপিটাল তাদের অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা এবং দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চট্টগ্রামবাসীকে সর্বোচ্চ মানের সেবা দিয়ে যাচ্ছে। ফলে, বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের এই আলোচনার উদ্দেশ্য হলো বন্দর নগরীতে বিশ্বমানের চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়টি মানুষকে জানানো এবং চিকিৎসাসেবার সুফলগুলো তুলে ধরা।’

জেনারেল ও ল্যাপারস্কোপিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. সুরমান আলী বলেন, ‘এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামবাসীকে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা দিতে অঙ্গীকারবদ্ধ। আশা করছি, আজকের এই গোলটেবিল আলোচনার মধ্য দিয়ে শহরে যে অত্যাধুনিক চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে সে বিষয়ে মানুষকে জানাতে এবং ঘরের কাছেই প্রয়োজনীয় সেবা নিতে উৎসাহিত করতে পারব।’ 

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের