চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভিযানের নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা আশরাফ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে ‘জঙ্গল সলিমপুরে পাহাড় কাটার ধুম’ শিরোনামে ১৮ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভাটিয়ারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাহাড় কাটার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পাশাপাশি পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আজকের পত্রিকাকে জানান, পাহাড় কেটে স্থাপনা নির্মাণের বিষয়টি নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তাঁদের দৃষ্টিগোচর হয়। ভাটিয়ারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসানকে পাহাড় কাটার সত্যতা নিশ্চিতে ঘটনাস্থল পরিদর্শন করতে বলা হয়। পরিদর্শনকালে পাহাড় কাটার সত্যতা মেলায় কাজ বন্ধ রাখতেও বলা হয়। কিন্তু ওই চক্রটি পরিদর্শনের একদিন পর থেকে আবারও পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ শুরু করে।