হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার ১

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

গ্রেপ্তার মো: হানিফ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মো. হানিফ (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বন বিভাগের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে হাতিয়া কোটহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার হানিফ হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত কামাল উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার বিকালে জাহাজমারা চর ইউনুছ সংরক্ষিত বন থেকে তাঁকে আটক করেন বনরক্ষীরা।

মামলার সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে জাহাজমারা চর ইউনুছ এলাকায় সংরক্ষিত বনের গাছ কেটে জমি আবাদের চেষ্টা করে যাচ্ছে। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা পাঁচ-ছয় জন গভীর বনে পালিয়ে যান। তাঁরা সবাই বনের মধ্যে গাছ কাটার সঙ্গে জড়িত ছিলেন। গাছ কাটার কাজে ব্যবহৃত দা, কুড়াল ও করাত জব্দ করা হয়।

এ বিষয়ে জাহাজমারা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ উজ জামান বলেন, আটক ব্যক্তিকে বন আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়েছে। উপকূলীয় এলাকায় বন রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা