হোম > সারা দেশ > কুমিল্লা

বরুড়ার আলম হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

বরুড়া প্রতিনিধি

বরুড়া উপজেলার আলম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। ২০০৮ সালে করা এ মামলায় আট আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন ও পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত-২-এর বিচারক নাছরিন জাহান এ রায় ঘোষণা করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী আবু কালাম ও আয়েশা ছিদ্দিকা ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার ১ নম্বর আসামি ফজলুল হককে যাবজ্জীবন, ৩ নম্বর আসামি আবিদ আলীকে যাবজ্জীবন ও অতিরিক্ত এক বছরের কারাদণ্ড এবং ৪ নম্বর আসামি আবুল খায়েরকে যাবজ্জীবন ও অতিরিক্ত ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, ২০০৮ সালের ২০ মার্চ উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের শিয়ালোড়া গ্রামের মো. আলম ও তাঁর বড় ভাই আলী নেওয়াজকে জমির বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের ফজলুল হক, আবু তাহের, আবিদ আলী, আবুল খায়ের, মো. জসীম, সোহেল মিয়া, সুমন, মো. সুমনসহ কয়েকজন মারধর করেন। এতে গুরুতর আহত আলম ও আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আলমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর ২২ মার্চ সকালে আলম মারা যান। তারপর ওই দিন সন্ধ্যায় তাঁর মা মাছুমা বেগম বাদী হয়ে বরুড়া থানায় হত্যা মামলা করেন।

মাছুমা বেগম বলেন, ‘আমি মামলার রায়ে সন্তুষ্ট নই। আমি সব আসামির ফাঁসি চাই। প্রয়োজনে সব আসামির ফাঁসির রায়ের জন্য আমি উচ্চ আদালতে যাব।’

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান