হোম > সারা দেশ > চট্টগ্রাম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন ডা. এল এ কাদেরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন অধ্যাপক ডা. এল এ কাদেরী। রোববার বেলা ১১টায় নগরের বেসরকারি সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএম) চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান। তিনি বলেন, ‘আমরা চট্টগ্রাম ও দেশের চিকিৎসকদের একজন অভিভাবকে হারালাম। তিনি দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। এই মহান চিকিৎসকের মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি।' 

তিনি জানান, রোববার বাদ আসর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর প্রথম নামাজে জানাজ ও সোমবার সকাল ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা ও হাটহাজারিতে নিজ বাড়িতে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

অধ্যাপক ডা. এল. এ. কাদেরী ১৯৪১ সালে চট্টগ্রাম নগরে জন্ম গ্রহণ করেন। ছাত্রজীবনে জড়িত ছিলেন পাকিস্তান সরকার বিরোধী রাজনীতিতে। জীবদ্দশায় চমেক হাসপাতাল নিউরোসার্জন বিভাগে সাবেক বিভাগীয় প্রধান, চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি এম এ) চট্টগ্রাম শাখার সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজশিক্ষক সমিতির সভাপতিসহ বহু দায়িত্ব পালন করেছেন দেশের প্রথিতযশা এই চিকিৎসক।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল