হোম > সারা দেশ > চট্টগ্রাম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন ডা. এল এ কাদেরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন অধ্যাপক ডা. এল এ কাদেরী। রোববার বেলা ১১টায় নগরের বেসরকারি সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএম) চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান। তিনি বলেন, ‘আমরা চট্টগ্রাম ও দেশের চিকিৎসকদের একজন অভিভাবকে হারালাম। তিনি দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। এই মহান চিকিৎসকের মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি।' 

তিনি জানান, রোববার বাদ আসর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর প্রথম নামাজে জানাজ ও সোমবার সকাল ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা ও হাটহাজারিতে নিজ বাড়িতে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

অধ্যাপক ডা. এল. এ. কাদেরী ১৯৪১ সালে চট্টগ্রাম নগরে জন্ম গ্রহণ করেন। ছাত্রজীবনে জড়িত ছিলেন পাকিস্তান সরকার বিরোধী রাজনীতিতে। জীবদ্দশায় চমেক হাসপাতাল নিউরোসার্জন বিভাগে সাবেক বিভাগীয় প্রধান, চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি এম এ) চট্টগ্রাম শাখার সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজশিক্ষক সমিতির সভাপতিসহ বহু দায়িত্ব পালন করেছেন দেশের প্রথিতযশা এই চিকিৎসক।

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত