হোম > সারা দেশ > চট্টগ্রাম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন ডা. এল এ কাদেরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন অধ্যাপক ডা. এল এ কাদেরী। রোববার বেলা ১১টায় নগরের বেসরকারি সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএম) চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান। তিনি বলেন, ‘আমরা চট্টগ্রাম ও দেশের চিকিৎসকদের একজন অভিভাবকে হারালাম। তিনি দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। এই মহান চিকিৎসকের মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি।' 

তিনি জানান, রোববার বাদ আসর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর প্রথম নামাজে জানাজ ও সোমবার সকাল ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা ও হাটহাজারিতে নিজ বাড়িতে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

অধ্যাপক ডা. এল. এ. কাদেরী ১৯৪১ সালে চট্টগ্রাম নগরে জন্ম গ্রহণ করেন। ছাত্রজীবনে জড়িত ছিলেন পাকিস্তান সরকার বিরোধী রাজনীতিতে। জীবদ্দশায় চমেক হাসপাতাল নিউরোসার্জন বিভাগে সাবেক বিভাগীয় প্রধান, চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি এম এ) চট্টগ্রাম শাখার সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজশিক্ষক সমিতির সভাপতিসহ বহু দায়িত্ব পালন করেছেন দেশের প্রথিতযশা এই চিকিৎসক।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১