চার মাস পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠল। আজ মঙ্গলবার থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিমানবন্দরে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার অনুমতি দিয়ে নির্দেশনা দিয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, আমরা আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা পেয়েছি। যদিও আজ কোন ধরনের আন্তর্জাতিক ফ্লাইট এখান থেকে পরিচালিত হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলো যাত্রী পেলে ফ্লাইট অপারেট করবে।
করোনার বিধিনিষেধ নিয়ে বিমানবন্দরের পরিচালক বলেন, করোনার সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে। আমাদের দিক থেকে সব প্রস্তুতি আছে। তবে করোনা টেস্ট ও ভ্যাকসিন সনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক বিধিনিষেধ মেনেই ফ্লাইট চলবে।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, ফ্লাই দুবাই বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করেছে।