হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোটরসাইকেলের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, জামায়াত নেতা নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. আনোয়ার হোসেন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. আনোয়ার হোসেন উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ধর্মপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলীর ছেলে। তিনি বারৈয়ারঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বলে নিশ্চিত করেছেন উপজেলা জায়ায়াতে ইমলামীর আমির মাওলানা মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পৌর সদর বাজার এলাকার দিকে রওনা হন আনোয়ার। চট্টগ্রামমুখী সড়কে থাকা তাঁর মোটরসাইকেলটি মহাসড়কের পন্থিছিলা এলাকা অতিক্রমের সময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান। 

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম আজাদ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। তবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও সরিয়ে নেওয়া হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহত ওই জামায়াত নেতার মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত