হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদাবাজির সঙ্গে জড়িত ২ নারী র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: নগরীর শেরশাহ বাংলাবাজারে ফুটপাতের দোকানপাটে চাঁদা উত্তোলনে জড়িত জান্নাত বেগম ও তাঁর এক সহযোগীকে আটক করেছে র‍্যাব-৭। তাঁর বিরুদ্ধে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এলাকার ফুটপাতের একটি অংশ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

আজ মঙ্গলবার র‍্যাবের সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত নারীরা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে ফুটপাতের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন থেকে চাঁদা আদায় করত। এ ধরনের সংবাদ পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদার ১২০০ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃত জান্নাত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মৃত আব্দুল মতিন পুলিশে কর্মরত ছিলেন। তাঁর সহযোগী একই এলাকার মৃত ফরিদ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৪০)।

র‍্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ওই দুই নারী ফুটপাত থেকে চাঁদা আদায়ের বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন।

জানা যায়, বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার ফুটপাতের সড়ক দখল করে দোকান বসিয়ে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট এ ফুটপাতের বাজার নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত ছিল। গত বছরের শেষ নাগাদ ওই এলাকায় বড় উচ্ছেদ অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন। এ উচ্ছেদ অভিযান শেষে আবারও বেদখল হয় ফুটপাতগুলো।

ফুটপাতের ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন জানান, মহিলা আইনশৃঙ্খলা কমিটির সভানেত্রী ও পুলিশের স্ত্রী পরিচয় দিয়ে জান্নাত বাংলাবাজারে বিভিন্ন ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকেন।

বাংলাবাজারে চাঁদা তোলার দায়িত্বে থাকা হানিফ ও মানিক ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার পর ওই নারীর হাতে তুলে দেয়। পরবর্তীতে সেখান থেকে পুলিশসহ বিভিন্ন জায়গায় ভাগ যায়।

এর আগে গত বছর জুলাইয়ে বাংলাবাজার মোড়ে সরকারি জায়গা দখল করে মহিলা আইন শৃঙ্খলা কমিটি নামে অভিযুক্ত ওই নারীর অফিস ভেঙে দিয়েছিল সিটি করপোরেশন। তবে ভেঙে দেওয়ার দু’দিন পর আবারও সেখানে অফিস তৈরি করে ফুটপাতের চাঁদা নিয়ন্ত্রণ করে আসছেন ওই নারীসহ সিন্ডিকেটের লোকজন।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা