হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়ায় দুই ছিনতাইকারীকে গণপিটুনি

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

আটক দুই ছিনতাইকারী। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়ায় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। যাত্রী বেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠে এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন তাঁরা।

আটক ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠাননগর গ্রামের মোশারফ হোসেন শাহিন এবং একই গ্রামের মেহেদী হাসান। তাঁদের সঙ্গে থাকা ইসমাইল নামের অপর ছিনতাইকারী পালিয়ে গেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ কুহুমা হাজারিপুকুর এলাকা থেকে ছিনতাইকারীদের ধরা হয়। এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরী ব্রিজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া কাজিরদিঘি এলাকা থেকে মুহুরীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন এক নারী যাত্রী। তখন চালক ছাড়াও যাত্রী বেশে দুই যুবক বসা ছিলেন। অটোরিকশাটি মুহুরী ব্রিজের কাছাকাছি এলে ওই নারীর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান ওই দুই যুবক। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে একটি নির্জন এলাকায় নারী যাত্রীকে নামিয়ে দিয়ে মুহুরীগঞ্জের দিকে চলে যায় অটোরিকশাটি। পরে ওই নারী অপর একটি অটোরিকশায় উঠে ছিনতাইকারীদের পিছু নেন।

ছিনতাইকারীরা মুহুরীগঞ্জ হাইওয়ে স্ট্যান্ড দিয়ে ছাগলনাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করেন। পরে রেললাইন দেখে পেছনে ফেরার সময় ওই নারী যাত্রী তাঁদের দেখে ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করতে থাকেন। তখন ছিনতাইকারীরা রেলওয়ে ক্রসিং পার হয়ে ছাগলনাইয়ার দিকে দ্রুত চলে যান। পেছন থেকে স্থানীয় লোকজন সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে তাঁদের ধাওয়া দেয়। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে দক্ষিণ কুহুমা হাজারিপুকুর এলাকায় তাঁদের আটক করে গণপিটুনি দেয়। পরে আটক দুজনকে ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার এস আই মো. শহিদুল ইসলাম বলেন, আটক দুজন ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে। তাঁদের ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১