হোম > সারা দেশ > চট্টগ্রাম

১১ মাস পরও আগের মতো দখল-চাঁদাবাজি সবই চলছে: নুর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

কর্ণফুলীর শিকলবাহা কলেজ বাজার এলাকায় পথসভায় বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল দেশের মানুষ। কিন্তু সে পরিবর্তনের কিছুই হয়নি অভ্যুত্থানের ১১ মাসেও। আগের মতো ব্যবসাপ্রতিষ্ঠানসহ নানা জায়গায় দখল-চাঁদাবাজি থেকে শুরু করে সবই চলছে। রক্তের দাগ শুকানোর আগে, শহীদের স্বজনদের কান্না থামানোর আগে রাজনৈতিক পেশিশক্তি প্রদর্শন করে নতুন করে পরিবারে কান্না বাড়াচ্ছে।’

আজ শনিবার রাতে চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা কলেজ বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘জুলাই আন্দোলনে আমাদের অনেক তরুণ আহতসহ নিহত হয়েছেন। দেশের মানুষ এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষা ভোলেনি। সেটা নির্বাচনে প্রমাণ হবে। আমি ভিপি হয়েছিলাম মেধাবী শিক্ষার্থীদের ভোটে। তারা আমাকে বিকল্প হিসেবে বেছে নিয়েছিল। নির্বাচনেও মানুষ তা করবে।’

নুরুল হক নুর আরও বলেন, ‘এমন সমাজ চাই, যেখানে কারও আধিপত্য থাকবে না। ব্যবসায়ী, সাধারণ মানুষ, সকল দলের নেতা-কর্মীদের জন্য সহনশীল পরিবেশ তৈরি করবে। ইউএনও, ওসি অফিসে মানুষ স্যার বলবে না। তারা মানুষকে স্যার বলবে। ওসি, ডিসি সাহেবরা মানুষকে বলবে, স্যার আপনার কী সেবা লাগবে বলেন। এই পরিবর্তন আমরা চাই। এই পরিবর্তনের জন্য গণঅধিকার সারা দেশে কাজ শুরু করেছে।’

এর আগে তিনি কর্ণফুলীর শিকলবাহায় গণঅধিকার পরিষদের দক্ষিণ জেলার কার্যালয় উদ্বোধন করেন।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা