হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে পুলিশের চেকপোস্টে অস্ত্রসহ আটক ২

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

অস্ত্রসহ আটক দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে তিনটি অবৈধ অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। আজ রোববার (১১ মে) সকাল ৬টার দিকে বাঁশখালী থানার সামনে বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় তারা। এ সময় অটোরিকশাটি থেকে দুটি একনলা বন্দুক ও একটি এলজিসহ দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সাখাওয়াত হোসেন এবং বাঁশখালী পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড মিয়ার বাজারের মিজ্জরি বাড়ির ইলিয়াস।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র পাচারের পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। আজ সকাল ৬টার দিকে বাঁশখালী থানার সামনে এসআই জামাল উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ চেকপোস্ট বসায়। তারা সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তিনটি অবৈধ অস্ত্রসহ দুজনকে আটক করে। বাঁশখালী থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার বেলা ২টার দিকে বাঁশখালী থানা-পুলিশ এক প্রেস ব্রিফিং স্থানীয় সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী (ওসি) সাইফুল ইসলাম, ওসি তদন্ত সুধাংশু শেখার হালদার, বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ প্রমুখ।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল