হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে পুলিশের চেকপোস্টে অস্ত্রসহ আটক ২

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

অস্ত্রসহ আটক দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে তিনটি অবৈধ অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। আজ রোববার (১১ মে) সকাল ৬টার দিকে বাঁশখালী থানার সামনে বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় তারা। এ সময় অটোরিকশাটি থেকে দুটি একনলা বন্দুক ও একটি এলজিসহ দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সাখাওয়াত হোসেন এবং বাঁশখালী পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড মিয়ার বাজারের মিজ্জরি বাড়ির ইলিয়াস।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র পাচারের পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। আজ সকাল ৬টার দিকে বাঁশখালী থানার সামনে এসআই জামাল উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ চেকপোস্ট বসায়। তারা সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তিনটি অবৈধ অস্ত্রসহ দুজনকে আটক করে। বাঁশখালী থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার বেলা ২টার দিকে বাঁশখালী থানা-পুলিশ এক প্রেস ব্রিফিং স্থানীয় সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী (ওসি) সাইফুল ইসলাম, ওসি তদন্ত সুধাংশু শেখার হালদার, বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ প্রমুখ।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক