হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় মো. জহির উদ্দিন বাবর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাসেল নামে অপর এক আরোহী গুরুতর আহত হন। নিহত বাবর উপজেলার কাশিনগরের মহাদেবপুর গ্রামের মো. দেলোওয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে আরোহীরা চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনীমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে আরোহীরা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলে মো. জহির উদ্দিন বাবর মারা যান।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত রাসেলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার ছেলে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করত। সেই সুবাদে চৌদ্দগ্রামের ভাড়া বাসায় থাকত। পাশাপাশি টিউশনি করত। 

মিয়াবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। বাসের চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ