হোম > সারা দেশ > কক্সবাজার

২৫ মাস পর দুই ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা রেদুয়ান বেগম 

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে কারাভোগের পর দেশে ফিরেছেন বিশ বছরের তরুণ সাইফুল ইসলাম ও তাঁর ভাই মোহাম্মদ ইছহাক (২২)। সন্তানদের ফেরার খবরে আগে থেকেই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে অপেক্ষারত মা। দীর্ঘ ২৫ মাস পর কোলে ফিরবে সন্তান। চোখে-মুখে উচ্ছ্বাসের ছাপ। তাঁদের দেখতেই জাপটে ধরে আদর করে মা রেদুয়ান বেগম বলেন, ‘আল্লাহ আমার বুকের ধনগুলো ফিরিয়ে দিয়েছে। এবার আমি মরলেও শান্তি পাব।’ 

 ২০২২ সালের ১৫ মার্চ কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১৮ জেলেসহ চারটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিজিপির পতাকা বৈঠকের পর একই বছরের ১ জুন চার কিশোরকে ফেরত দেয় তারা। তবে বাকি ১৪ জনকে তখন ফিরিয়ে আনা যায়নি। তাঁদের মধ্যে ১১ জন ২৫ মাস কারাভোগের পর আজ বুধবার দেশে ফিরে এসেছেন। 

ফিরে আসা ১১ জনের মধ্যে সাইফুল ইসলাম ও মোহাম্মদ ইছহাক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার আবদু শুক্কুরের ছেলে। বেলা আড়াইটার দিকে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে মা রিদুয়ান বেগম দুই ছেলেকে নিতে আসেন। 

সাইফুল ও ইছহাক জানান, নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় বিজিপি তাঁদের ধরে নিয়ে যায়। 

এই দুই জেলের মতো সম্প্রতি বিভিন্ন সময়ে মিয়ানমার বিজিপি ও নৌবাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ শেষে ১৭৩ জন বাংলাদেশিকে মিয়ানমার কর্তৃপক্ষ দেশটির নৌবাহিনীর একটি জাহাজে করে বাংলাদেশে ফেরত পাঠায়। 

গতকাল মঙ্গলবার তাদের নিয়ে জাহাজটি রাখাইনের সিথুয়ে বন্দর থেকে রওনা দেয়। আজ সকালে বাংলাদেশের জলসীমা থেকে একটি টাগবোটে করে তাঁদের কক্সবাজার পৌঁছানো হয়। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

একই জাহাজে করে মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীগোষ্ঠীর সঙ্গে সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সরকারি বাহিনীর সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। 

মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ১৭৩ বাংলাদেশির মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, ৭ জন রাঙামাটির ও খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারীর একজন করে রয়েছেন।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু