হোম > সারা দেশ > ফেনী

দাঁড়িয়ে থাকা লরিকে মাইক্রোবাসের ধাক্কা, ক্যাডেট কলেজের শিক্ষার্থী নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা লরিকে মাইক্রোবাস ধাক্কা দিলে ফেনী ক্যাডেট কলেজের শিক্ষার্থী সাদেকা সারোয়ার রাইয়ান (১৫) নিহত হয়েছেন। তিনি মাইক্রোবাসের যাত্রী ছিলেন। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় নিহতের বাবা লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সারোয়ার, মা মেজর শামীমা সুমিসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক এস এম লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের মরদেহ ও আহতদের সিএমএইচে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী ক্যাডেট কলেজের শিক্ষার্থী সাদেকা সারোয়ার রাইয়ানকে বহনকারী ফেনী অভিমুখী দ্রুতগামী মাইক্রোবাসের চাকা পাংকচার হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসটিতে থাকা সকলেই আহত হন। 

পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সাদেকা সারোয়ার রাইয়ানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা সিএমএইচে পাঠানো হয়েছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল