চট্টগ্রামের আনোয়ারার গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি বড় কৃষ্ণচূড়ার গাছ ভেঙে পড়েছে। এতে কোনো শিক্ষার্থীর ক্ষতি না হলেও বশির আহমদ (৬০) নামে এক পথচারী আহত হয়েছে। আজ মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কে শ্রেণিকক্ষ থেকে বাইরে এসে দাঁড়ায়।