চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে মিনু আক্তার (৩২) নামের এক নারী ছুরিকাঘাতে খুন হয়েছেন। তাঁর স্বামী ফরিদুল আলমের (৪৩) বিরুদ্ধে হত্যার এই অভিযোগ উঠেছে। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার শেওলা বাপের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
হত্যার বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মজনু মিয়া।
জানা গেছে, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকিরবাড়ির ফরিদুল আলমের সঙ্গে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার অজি আহমদের মেয়ে মিনু আক্তারের ১৫ বছর আগে বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ফরিদুল আলম মোবাইল ব্যবসার সুবাদে প্রায় সময় চট্টগ্রাম শহরে থাকতেন। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। স্বামী-স্ত্রীর মধ্যে তেমন মিল ছিল না। বৃহস্পতিবার রাতে ফরিদুল আলম চট্টগ্রাম থেকে বাড়িতে এসে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারের বাঁ চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে মিনুর চিৎকার শুনে স্বজনেরা এসে দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বাহারছাড়া এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ পেয়েছি। কী কারণে হত্যার ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।