হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাড়ির টানে গ্রামে মানুষ, ফাঁকা শহর নিয়ে দুশ্চিন্তা

সোহেল মারমা, চট্টগ্রাম 

ফাইল ছবি

ঈদুল ফিতরের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে ইতিমধ্যে চট্টগ্রাম শহর ছেড়ে গ্রামে বাড়ি পাড়ি দিয়েছেন বেশির ভাগ মানুষ। যাওয়ার অপেক্ষায় আছেন আরও অনেকে। এতে ধীরে ধীরে ফাঁকা হচ্ছে নগরী। কিন্তু এবারের পরিস্থিতি বিবেচনায় ফাঁকা নগরীর বাসা, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানুষ। তবে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথা বলা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের তথ্য অনুযায়ী নগরীতে ১৬৮টি আবাসিক এলাকা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাসিক এলাকা পাঁচলাইশ থানার অধীনে। এরপর কোতোয়ালি, চান্দগাঁও ও খুলশী এলাকায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার ঈদের লম্বা ছুটিতে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ ঠেকাতে নগর পুলিশ নানা পদক্ষেপ নিয়েছে।

নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম আজকের পত্রিকাকে বলেন, রমজান মাসের শুরু থেকেই নগরবাসীর নিরাপত্তায় পুলিশের আইনশৃঙ্খলা কার্যক্রম জোরদার করা হয়। ঈদের ছুটি ঘিরে নিয়মিত পুলিশের পাশাপাশি আরও দেড় থেকে দুই হাজার বেশি জনবল আইনশৃঙ্খলা কার্যক্রমে যুক্ত হবে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নগরের নিরাপত্তার দায়িত্বে থাকবে।

জানা গেছে, এবার ঈদের ছুটিতে যাঁরা পরিবারসহ গ্রামের বাড়িতে যাচ্ছেন, তাঁদের অবশ্যই সংশ্লিষ্ট এলাকার পুলিশের বিট কর্মকর্তা বা থানাকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এদিকে নিরাপত্তার জন্য নগরবাসীকেও নিজ উদ্যোগে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ করে বাসাবাড়ির দরজায় অধিক নিরাপত্তাসম্পন্ন অতিরিক্ত লক বা তালার ব্যবহার করা, নগদ টাকা ও স্বর্ণালংকার ফাঁকা বাসায় রেখে না যাওয়া, সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম সিস্টেমসহ বিভিন্ন প্রতিরোধমূলক ডিজিটাল নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, আবাসিক এলাকায় বিশেষ করে রাতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা, নিয়োগ করা নিরাপত্তাকর্মীদের এনআইডি কার্ড ও ছবি সংরক্ষণ করে রাখা, সন্দেহজনক ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় থানাকে অবহিত করার নির্দেশনা দিয়েছে পুলিশ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থাও অধিকতর জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ বলেছে, নিরাপত্তাব্যবস্থা মনিটরিংয়ের জন্য স্ব-স্ব প্রতিষ্ঠানে কর্মরত একজন অফিসারকে পালাক্রমে নিযুক্ত রাখা, ব্যাংকের নিজস্ব নিরাপত্তাকর্মীরা যাতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেন সে বিষয়ে তদারক করা, ব্যাংকের ভল্টের চারপাশে সিসিটিভি ক্যামেরার কাভারেজ নিশ্চিত করা এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে তা কাছের থানায় অবহিত করা।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট