হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডিম ফুটে বেরিয়ে এল ২৮ টি অজগর বাচ্চা

প্রতিনিধি

আকবরশাহ (চট্টগ্রাম): অজগরের বাচ্চা ফুটানোয় নতুন মাইলফলক তৈরি করেছে চট্টগ্রাম চিড়িয়াখানা। ইনকিউবেটর পদ্ধতির মাধ্যমে দ্বিতীয়বারের মতো ২৮টি অজগর সাপের বাচ্চা ফুটানো হয়েছে এখানে। বাংলাদেশে এই পদ্ধতিতে অজগর সাপের বাচ্চা ফুটানোর নজির এই প্রথম। 

এর আগে ২০১৯ সালের জুন মাসে প্রথমবার এ চিড়িয়াখানায় ২৫টি অজগরের বাচ্চা জন্ম নিয়েছিল। 

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদত হোসেন শুভ আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানার ২২টি অজগর সাপ থেকে ১৪ এপ্রিল এসব ডিম সংগ্রহ করা হয়। পরে ইনকিউবেটরে ২৮-৩০ ডিগ্রি তাপমাত্রায় ৩৮ দিন পর সে ডিম ফুটে বেরিয়ে আসে ২৮টি বাচ্চা। 

তিনি জানান, জন্ম নেওয়া সবগুলো বাচ্চা এখন সুস্থ আছে। ১৫ দিন পর তারা চামড়া পরিবর্তন করবে। এরপর খাবার হিসাবে তাদের দেওয়া হবে ইঁদুরের বাচ্চা। 

ডা. শাহাদত বলেন, আমরা জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছি। তিনি যদি এগুলো সংরক্ষণ করতে তাহলে আমাদের কাছে চিড়িয়াখানায় থাকবে। যদি বন্য পরিবেশে অবমুক্ত করার অনুমতি দেন তাহলে আমরা সেটি করব। 

চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ২০১৯ সালের জুন মাসে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ২৫টি অজগর সাপের বাচ্চা ফুটানো হয়। যা পরবর্তীতে বন্য পরিবেশে অবমুক্ত করা হয়েছিল। বাংলাদেশে দ্বিতীয়বারে মতো এই পদ্ধতি ব্যবহার করে সফলতা অর্জন করে চট্টগ্রাম চিড়িয়া খানা। সাপ সংরক্ষণে চিড়িয়াখানার এ কার্যক্রম সারা দেশে মাইলফলক হয়ে থাকবে। 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট