হোম > সারা দেশ > নোয়াখালী

পদ্মা সেতু নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিএনপি নেতা গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

পদ্মা সেতু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আবুল কালাম আজাদ (৪২) নামের বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল কালাম আজাদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। 

এসপি জানান, পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন একটি নিউজ পোর্টালে ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না’ এ শিরোনামে একটি নিউজ প্রকাশ করা হয়। নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ওই পোর্টালের পেজে শেয়ারের পর সেখানে ‘আই মুতি চবি তলুম’ লিখে নিজ আইডি থেকে একটি কমেন্ট করেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে। 

মো. শহীদুল ইসলাম বলেন, ‘বিএনপি নেতা আবুল কালাম আজাদের কমেন্টের বিষয়টি আমাদের নজরে আসার পর সোমবার রাতে বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ 

মো. শহীদুল ইসলাম আরও বলেন, ‘আপাতত তাঁকে ৬৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল মঙ্গলবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। তাঁর বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত