হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে জাইকার প্রতিনিধিদল

কক্সবাজার প্রতিনিধি

ঢাকার জাপান দূতাবাস ও জাইকার প্রতিনিধিদল আজ রোববার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করে। ছবি: আজকের পত্রিকা

ঢাকার জাপান দূতাবাস ও সাহায্য সংস্থা জাইকার পাঁচ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছে। আজ রোববার দুপুরে উপজেলার কুতুপালং ৪ নম্বর ক্যাম্প পরিদর্শন করে তারা।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাইকার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির দক্ষিণ এশিয়ার মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া, জাইকা বাংলাদেশের প্রধান ইচিগুচি তোমোহিদ ও জাইকা বাংলাদেশের প্রোগ্রাম উপদেষ্টা কুরাহাশি কোজিরো।

প্রতিনিধিদলটি দুপুর সাড়ে ১২টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ওয়ান ব্লকে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ও বেসরকারি সংস্থা (এনজিও) কোডেক পরিচালিত ই-ভাউচার ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন করে। তারা সেখানে রোহিঙ্গাদের ই-কার্ড ব্যবহার করে চাল, ডাল, তেল, চিনি, ডিম ইত্যাদি খাদ্যসামগ্রী সংগ্রহ করার প্রক্রিয়া ঘুরে দেখে।

এরপর ক্যাম্প-৫-এর বি-৬ ব্লকে ‘ইউএন উইমেন’-এর অর্থায়নে ও এনজিও সংস্থা ‘অ্যাকশনএইড’ পরিচালিত উইমেনস মার্কেট ঘুরে দেখে তারা। সেখানে রোহিঙ্গা নারীদের সেলাই, হস্তশিল্প, কৃষিকাজ ও ক্ষুদ্র ব্যবসার প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করে এবং বাজারের ২৪টি দোকান ঘুরে দেখে। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তারা।

এরপর বেলা ২টার দিকে ইউনিসেফের অর্থায়নে ও এনজিও ব্র্যাক পরিচালিত রোহিঙ্গা শিশুদের শিখন (লার্নিং) সেন্টার পরিদর্শন করে। বেলা ৩টার দিকে প্রতিনিধিদলটি ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআরের অর্থায়নে এনজিও ফোরাম এবং সিএনআরএস পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ও প্রোডাকশন সেন্টার পরিদর্শন করে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী