হোম > সারা দেশ > চট্টগ্রাম

সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টার মামলায় ২ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সম্পত্তির জন্য মাকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

অভিযুক্তরা হলেন-সুমন বড়ুয়া (৪২) ও অনুপম বড়ুয়া (৪০)। তাঁরা চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের অংকুরঘোনা গ্রামের মৃত সৃজিত কুমার বড়ুয়ার ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (রোববার) দুই আসামি হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

এর আগে গত ৩ ডিসেম্বর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে মিনু রানী বড়ুয়া নামে এক নারী সন্তানদের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত তখন আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। ১১ ফেব্রুয়ারি আসামিরা উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার শর্তে আগাম জামিন দেন। 

মামলার নথি থেকে জানা গেছে, বাদীর স্বামী সৃজিত কুমার বড়ুয়া মার্স করপোরেশন নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক ছিলেন। জীবিত থাকাকালে তিনি স্ত্রী ও নিজের নামে নগরীর লালখান বাজারসহ একাধিক জায়গায় বাড়ি ও সম্পত্তি ক্রয় করেন। এ সময় সৃজিত কুমার বড়ুয়া বৃদ্ধাশ্রম, চিকিৎসালয় ও একটি ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণের জন্য কাজ শুরু করেন। ওসব নির্মাণাধীন অবস্থায় তিনি পরে মারা যান। 

স্বামীর মৃত্যুর পরে তাঁর সন্তানেরা মিনু বড়ুয়া রানীকে ওসব সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু বাদী স্বামীর স্বপ্ন পূরণের জন্য সম্পত্তি বিক্রিতে অস্বীকৃতি জানান। বাদী অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে তাঁকে মারধর ও গলা টিপে দুবার হত্যার চেষ্টা চালায় সন্তানেরা।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১