হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। নগরের চকবাজার থানায় দায়ের হওয়া এই দুটি মামলায় কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে ২৪ জনকে। অজ্ঞাতনামা আসামি ৭ / ৮ জন।

গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় চকবাজারের বিতর্কিত যুবলীগ নেতা টিনুসহ ১২ জনের নাম উল্লেখ করে প্রথমে মামলা দায়ের করে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের পক্ষে মো. আনসার নামে এক ছাত্রলীগ কর্মী বাদী হয়ে পাল্টা মামলা করেন।

চকবাজার থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় টিনুসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন সভাপতি মাহমুদুল করিমের অনুসারী চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়মুন। এ মামলায় আসামি করা হয় যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনুসহ (৩৮) আরও ১১ জনকে। মামলার অন্য আসামিরা হলেন–সিরাজুল ইসলাম ওরফে তোরাব (২২), সৌরভ উদ্দিন বাপ্পা (২৪), আমির উদ্দিন ওরফে আমির (৩২), জিয়াউদ্দিন আরমান (২৪), মো. মহিউদ্দিন ওরফে সৌরভ (১৯), মনির উদ্দিন ওরফে রেহান (২৪), আবুল কালাম (২৪), আনসার উদ্দিন (২৩), মন্টি চৌধুরী (৩২), ইমন হোসেন (২৪) ও মো. আব্দুল্লাহ (২৩)।

এ মামলায় সিরাজুল ইসলাম ও সৌরভ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাল্টা মামলার আসামিরা হলেন—চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম (৩০), আবদুল্লা আল সাইমুন (২৮), জাহিদ হাসান সাইমন (২৫), সাফায়েত হোসেন রাজু (২৬), মোস্তফা আমান (৩১), কায়েস মাহমুদ (২৭), শেফায়ুতুল করীম (২৭), কাইয়ুম (২৪), ওয়াহিদুর রহমান সুজন (২৫), মেহরাজ সিদ্দিকী পাভেল (২৬), আবু তোরাফ (২১) ও তৌহিদুল করিম ইমন (২৮)।

তবে এই মামলায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। চকবাজার থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, মারামারিতে জড়িত দুই পক্ষ আলাদাভাবে মামলা করেছে। এখানে দু-পক্ষই তাদের আধিপত্য বিস্তারের জন্য এমন সংঘর্ষে জড়িয়েছে। আমরা তদন্ত করে আইনি পদক্ষেপ নেব।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১