হোম > সারা দেশ > কক্সবাজার

ডাকাতির প্রস্তুতির সময় ১০ রোহিঙ্গা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত শিবিরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ১০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য এবং কয়েকজনের বিরুদ্ধে মামলাও রয়েছে। আজ বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লক থেকে তাদের আটক করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—ফজল হকের ছেলে আক্তার হোছেন, জাহিদ হোসেনের ছেলে মো. হাসান, আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ নূর, আব্দুস সালামের ছেলে সাইফুল রহমান, মৃত আবু জাফরের ছেলে নুরুল আমিন, মিয়া হোসেনের ছেলে শাহিন, মো. শমসের আলমের ছেলে মো. ইলিয়াস, নুরুল ইসলামের ছেলে মো. রফিক, কামালের ছেলে খাইরুল আমিন এবং মৃত শহর আলীর ছেলে মো. ইলিয়াস। তারা সবাই নয়াপাড়া নিবন্ধিত শিবিরের রোহিঙ্গা। 

এপিবিএন বলছে, ১৬ এপিবিএন ক্যাম্পের দায়িত্বরত একদল পুলিশ ডাকাতির গোপন সংবাদ পেয়ে নিবন্ধিত এইচ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশি তৎপরতার কারণে প্রায় ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের হেফাজত হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) জব্দ করা হয়। 

 ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, আটককৃত ১ নম্বর ব্যক্তি হত্যা মামলার আসামি। এ ছাড়াও আটককৃত ডাকাতেরা ক্যাম্প এলাকায় অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। 

অধিনায়ক তারিকুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানা হয়ে আদালতে তোলা হয়েছে। 

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত