হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে এক কুকুরের কামড়ে পাঁচ শিক্ষার্থী আহত

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি কুকুরের কামড়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শাহজালাল হল, পুলিশ ফাঁড়ির সামনেসহ কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের কামড় দেয় ওই কুকুর। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর সাদা রঙের ওই কুকুরকে মেরে ফেলেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কর্মীরা। 

মাহফুজুর রহমান নামের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দুজন শিক্ষার্থী ব্যাগ নিয়ে ফরেস্ট্রির দিক থেকে জিরো পয়েন্ট আসছিলেন। ডাচ্ বাংলা ব্যাংকের সামনে আসলে একটি সাদা রঙের কুকুর একজনের পায়ে কামড় দেয়। পরে তাকে রিকশায় করে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। 

ভুক্তভোগী একজন শিক্ষার্থী জানান, বেলা ১১টার দিকে ভ্যাকসিন নিতে যাওয়ার সময় সাদা একটি কুকুর তার ডান হাত এবং পায়ে কামড় দেয়। পরে তিনি হাসপাতালে গিয়ে তিনি দেখেন আরও একজনকে ওই কুকুরটাই কামড় দিয়েছে। 

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, কুকুরের কামড়ে আহত হওয়া শিক্ষার্থীদের আমরা ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। তাদের বড় কোনো সমস্যা হয়নি। পাশাপাশি কুকুরটিকে আটক করতে নিরাপত্তা দপ্তরকে বলেছি। 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান (ভারপ্রাপ্ত) শেখ মুহাম্মদ আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, কুকুরটি সকাল থেকে পাঁচজন শিক্ষার্থীকে কামড় দিয়েছে শুনেছি। খবর পেয়ে আমরা কুকুরটিকে মেরে ফেলতে লোক পাঠাই। দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে তাকে মেরে ফেলা হয়েছে।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১