কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কার্গো জাহাজডুবির তিন দিন পর আজ বুধবার সকালে উপজেলার শিকলবাহায় খালের মোহনা থেকে জাহাজটি উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। এ সময় জাহাজের কেবিন থেকে মো. মহিউদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, মো. মহিউদ্দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া গণিপাড়া এলাকার আবদুল মন্নানের ছেলে।
গত রোববার (১৪ নভেম্বর) রাতে কর্ণফুলী নদীতে কার্গো জাহাজটি ডুবে যায়।
সদরঘাট থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।