হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মুহাম্মদ হারুন (৩৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগকে তদন্তের নির্দেশ দেন। 

অভিযুক্ত যুবক চট্টগ্রামের ভুজপুর থানার শাপলেজা টিলা গ্রামের বাসিন্দা। অন্যদিকে মামলার বাদী চট্টগ্রামের ভুজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. সেকান্দার। 

বাদীপক্ষের আইনজীবী ও জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলার বাদী উল্লেখ করেন-গত ১৭ এপ্রিল আসামি মুহাম্মদ হারুন তাঁর ফেসবুক আইডি থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুজপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে ভয়ানক বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেছেন। 

এর মাধ্যমে সামাজিক ও রাজনৈতিকভাবে বিদ্বেষ ছড়ানোয় আসামির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২১ (১) ও (২), ২৫ (১) (ক) (খ), ২৫ (২) ধারায় মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগকে তদন্তের আদেশ দেন।’ 

এ সময় অ্যাডভোকেট সঞ্জীব কুমার ধর, আজাহারুল হক, মোহাম্মদ মহসীন, মাহামুদুন্নবী শিমুল, জাহেদুল ইসলাম, হাদী মোহাম্মাদ উল্লাহ, আফজাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ