হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে ছাত্রলীগের পুনর্বাসনচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে ছাত্রলীগের পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, সাবেক ছাত্রলীগ কর্মী আসিফ হাসান নিয়নকে ঘিরে উদ্ভূত পরিস্থির সৃষ্টি হয়। বহিরাগতদের ক্যাম্পাসে এনে তিনি সন্ত্রাসী সংস্কৃতি চালু করতে চাইছেন। যারা ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে, তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। তা না হলে ছাত্রসমাজ নিজেরাই ব্যবস্থা নেবে।

সমাবেশে লিখিত বিবৃতি পাঠ করেন, বৈছাআর সাবেক সমন্বয়ক আবরার আল ফয়সাল সিয়াম (৩১তম বিডিএস), মিনহাজুল হক (৬২তম এমবিবিএস), ইনতিসার আহমেদ (৬২তম এমবিবিএস) ও শাহ মোহাম্মদ ইমরান (৬৫তম এমবিবিএস)।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা দুই দফা দাবি উত্থাপন করে। দাবি দুটি হলো—চমেক ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসন বা জুলাই বিপ্লবকে তুচ্ছতাচ্ছিল্য করার ন্যূনতম সাহস দেখালে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ক্যাম্পাস ও হোস্টেলে বহিরাগত প্রবেশ-জড়ো হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ বিষয়ে প্রশাসনিক আদেশ জারি করতে হবে।

এ বিষয়ে হোস্টেল সুপার অধ্যাপক হাবিব হাসান বলেন, হলে ব্যাচভিত্তিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে নিজেকে জাহির করতেন সাইফ হোসেন নিয়ন। ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের গালিগালাজ করা হয় ওই পোস্টে। পরে এই পোস্টটি ফেসবুকেও দেন সাইফ। হলের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিষয়টি জানার পর তাঁর ওপর চড়াও হন। তাঁকে মারধরও করেন। বিষয়টি গত মঙ্গলবার কলেজের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে উঠলে নিয়নকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়।

হাটহাজারীতে বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের আনোয়ারা: মেডিকেল বর্জ্য খালে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চট্টগ্রামে নির্বাচনী লড়াই: রক্তাক্ত রাউজানে গিয়াসই প্রার্থী

সীতাকুণ্ডে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন