হোম > সারা দেশ > কুমিল্লা

প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী কুমিল্লায়

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সাইফুল ইসলামের প্রেমের টানে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার তরুণী নূর আজিমা। গতকাল মঙ্গলবার ধর্মীয় রীতি অনুযায়ী কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁওয়ে তাঁদের বিয়ে হয়। আজ বুধবার বউভাত। আর অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে এসেছেন মেয়ের মা-বাবা ও স্বজনেরা।

শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল অদুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাইফুল আমার ভাতিজা। মঙ্গলবার রাতে বিয়ের পর আজ বুধবার বউভাতের অনুষ্ঠান হচ্ছে। মেয়ের মা-বাবা ও স্বজনসহ অনুষ্ঠানে পাড়া-প্রতিবেশীর অংশ নেন।’

সাইফুল আজকের পত্রিকাকে বলেন, ‘নূর আজিমা অত্যন্ত ভদ্র ও মার্জিত চরিত্রের নারী। সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছি, তুমি বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলো। আমার পরিবার যদি চায় তবে আমি তোমাকে বিয়ে করব। আমার কথা মেনে নিয়ে সে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরে আমার এবং তার পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। সে বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করেছে। আজ বুধবার আমাদের অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে শ্বশুর-শাশুড়িও এসেছেন।’

শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু ইসহাক জানান, বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন। ব্যবসার সুবাদে ওই শহরের বাসিন্দা নূর আজিমার সঙ্গে পরিচয় হয় সাইফুলের। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সোমবার প্রেমিক সাইফুলের গ্রামের বাড়িতে ছুটে আসেন মালয়েশিয়ান ওই তরুণী। পরে পারিবারিকভাবে তাঁদের দুজনের বিয়ে হয়।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ