হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহীদের লক্ষ করে বিমান থেকে বোমা নিক্ষেপ জান্তা সরকারের

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 

বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের ৫৬ জন তঞ্চঙ্গ্যা উপজাতি। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার জিরো পয়েন্ট ও আশপাশের এলাকার বিদ্রোহীদের আস্তানা লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। বিদ্রোহীদের আস্তানা লক্ষ করে এসব বোমা নিক্ষেপ করা হয়। অবশ্য এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আজ মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে উপজেলার বাইশফাঁড়ি সীমান্তের ৩৬-৩৭ নম্বর পিলার এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় বাসিন্দা জমির আলী ও চাইছা অং তঞ্চঙ্গ্যা। তাঁরা বলেন, প্রায় দেড় বছর আগে মিয়ানমারের সরকারি বাহিনীর কাছ থেকে সীমান্তের চৌকিগুলো দখলে নিয়ে নেয় বিদ্রোহী আরাকান আর্মির (এএ) সশস্ত্র গোষ্ঠী। এ সময় উভয় পক্ষের অনেকে হতাহত হন। এরই জেরে পিছু হটা সরকারি বাহিনী তাদের কাছ থেকে কেড়ে নেওয়া চৌকিগুলো পুনরায় দখলে নিতে আজ এসব বোমা ছুড়েছে বলে শুনেছেন তাঁরা।

একাধিক সূত্র জানায়, বাইশফাঁড়ি সীমান্ত এলাকা দুর্গম হওয়ায় এই পথে প্রায় সময় রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার এই পথে মিয়ানমারের ৫৬ জন তঞ্চঙ্গ্যা উপজাতি অনুপ্রবেশ করে। আগেও বেশ কয়েকজন রোহিঙ্গাকে এ সীমান্তের বিজিবি সদস্যরা আটকের পর পুশব্যাক করেন।

স্থানীয়রা বলেন, পালিয়ে অনুপ্রবেশ করা ব্যক্তিরা বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে সেখানে। প্রাণ বাঁচাতে তাঁরা এপারে পালিয়ে এসেছেন। তাঁরা সেখানে কৃষি ও জুম চাষ করে জীবন ধারণ করতেন।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী আজকের পত্রিকাকে বলেন, রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করলেও তাদের পুনরায় পুশব্যাক করা হচ্ছে। বিজিবি জওয়ানরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে। শুধু রোহিঙ্গাদের পুশব্যাক নয়, সীমান্তের যাবতীয় চোরাচালান বন্ধে বিজিবি সজাগ রয়েছে।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১