হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ট্রাক চাপায় দুই মাদ্রাসাছাত্র নিহত

প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদীয়া ফোরকানীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরকাঁকরা ৬ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামানের ছেলে গাজী মো. আশকার মাশফি (১০) ও একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদ্রাসার ছাত্র। নিহতরা সম্পর্কে মামা ও ভাগনে। একই ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক মনিরুজ্জামান কোরাইশী (২৩)। সে নিহত গাজী মো. আশকার মাশফির বড়ভাই।

কোম্পানীগঞ্জ থানার এসআই মো. নিজাম উদ্দিন বলেন, সকালে মনিরুজ্জামান কোরাইশি ইফাস তাঁর ভাই আশকার ও ভাগনে মিনহাজুল ইসলামকে দারুল আক্রাম মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পরে সকাল ৭টার দিকে ফোরকানীয়া মাদ্রাসার সামনে বসুরহাট-পেস্কারহাট রাস্তার মাথা সড়কে পৌঁছালে বিপরীতগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাছাত্র নিহত হয়। আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. মনিরুজ্জামান কোরাইশী।

মনিরুজ্জামানকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের আপত্তি না থাকলে নিহতদের লাশ স্বজনদের কাছে দেওয়া হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ