কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভাস্কর্যটির ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীরা এটা ভেঙেছে।
খোঁজ নিয়ে জানা যায়, তিন দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙার চেষ্টা করা হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা কথা বলতে রাজি হননি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘এটি আমাদের কাজ নয়। আমরা এর সঙ্গে সম্পৃক্ত নই। কে বা কারা এই কাজ করে সাধারণ শিক্ষার্থীদের আমাদের প্রতিপক্ষ বানাতে ছাত্রদলের নাম প্রচার করছে। আমাদের নেতা নির্দেশ দিয়েছেন, কোনো প্রকার সহিংসতা না করতে এবং আমরা কোনো প্রকার সহিংসতায় না জড়াতে।’