বঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাঁশ ধরে সমুদ্রে ঘণ্টাখানেক ভেসে থাকা সাত নাবিক ও স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের কারণে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় নৌযানটিতে থাকা সাত নাবিক ও স্টাফ জীবনরক্ষাকারী জ্যাকেট গায়ে দিয়ে সমুদ্রে লাফিয়ে পড়েন। তাঁরা একটি বাঁশের বোঝা ধরে প্রায় এক ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন। পরে কুমিরা-গুপ্তছড়া পথের একটি যাত্রীবাহী নৌযান তাঁদের উদ্ধার করে।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ওয়ালি উদ্দিন আকবর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামের মাঝেরঘাট থেকে পাথরবোঝাই করা বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেল হয়ে ভোলার দিকে যাচ্ছিল। চ্যানেলের মাঝামাঝি যাওয়ার পর উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়। পরে খবর পেয়ে যাত্রীবাহী একটি নৌযানের মাধ্যমে বাল্কহেডের সাত নাবিক ও স্টাফকে উদ্ধার করে উপকূলে আনা হয়। তাঁরা সুস্থ ও স্বাভাবিক আছেন।