হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেডডুবি, বাঁশ ধরে সমুদ্রে ভাসছিলেন ৭ নাবিক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাঁশ ধরে সমুদ্রে ঘণ্টাখানেক ভেসে থাকা সাত নাবিক ও স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের কারণে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় নৌযানটিতে থাকা সাত নাবিক ও স্টাফ জীবনরক্ষাকারী জ্যাকেট গায়ে দিয়ে সমুদ্রে লাফিয়ে পড়েন। তাঁরা একটি বাঁশের বোঝা ধরে প্রায় এক ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন। পরে কুমিরা-গুপ্তছড়া পথের একটি যাত্রীবাহী নৌযান তাঁদের উদ্ধার করে।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ওয়ালি উদ্দিন আকবর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামের মাঝেরঘাট থেকে পাথরবোঝাই করা বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেল হয়ে ভোলার দিকে যাচ্ছিল। চ্যানেলের মাঝামাঝি যাওয়ার পর উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়। পরে খবর পেয়ে যাত্রীবাহী একটি নৌযানের মাধ্যমে বাল্কহেডের সাত নাবিক ও স্টাফকে উদ্ধার করে উপকূলে আনা হয়। তাঁরা সুস্থ ও স্বাভাবিক আছেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল