নোয়াখালী হাতিয়ার ভাসানচরে মেঘনা নদীর তীর থেকে আব্দুস শুক্কুর (২৪) নামের এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভাসানচরের উত্তর-পশ্চিম পাশে মেঘনা নদীর কাছের তিন খালের মাথা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুর শুক্কুর ভাসানচরের ৮ নম্বর ক্লাষ্টারের আলী মিয়ার ছেলে।
জানা গেছে, গত রোববার সন্ধ্যায় দুই-তিনজন রোহিঙ্গা গাছ কাটার কথা বলে শুক্কুরকে ক্লাষ্টার থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ক্লাষ্টারে ফিরে আসেনি। সোমবার বিকেলে দ্বীন মোহাম্মদ নামে আরেক রোহিঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। রাতে বিষয়টি নিয়ে ক্লাষ্টারের অন্য রোহিঙ্গাদের জানান।
পরে মঙ্গলবার সকালে দ্বীন মোহাম্মদকে নিয়ে শুক্কুরের বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। পরে সেখান থেকে সকাল সাড়ে ৯টার দিকে থানায় ফোন করে ঘটনাটি অবহিত করেন তাঁরা। এরপর দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভাসানচর থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) বিল্লাল হোসেন জানান, নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ দুই-তিন দিন আগের। এ কারণে নদীর পানিতে মরদেহ অনেকটা বিকৃত হয়ে গেছে। তাঁর শরীরে আঘাতের কোন চিহ্ন আছে কি না তা বুঝা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যা বলে মনে হচ্ছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।