হোম > সারা দেশ > চট্টগ্রাম

বেতন বৃদ্ধির দাবিতে বঙ্গবন্ধু টানেলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানেলের আনোয়ারা প্রান্তের টোল প্লাজা এলাকায় এ বিক্ষোভ করেন তাঁরা। 

শ্রমিক-কর্মচারীরা জানান, টানেলে ছয়টি সেকশনে কয়েক শ লোক কর্মরত আছেন। নিয়ম অনুযায়ী, বছর শেষে তাঁদের বেতন বৃদ্ধিতে বৈষম্য হয়। কারও বেতনের ৫ শতাংশ, আবার কারও ১০ শতাংশ বেতন বৃদ্ধি করে কর্তৃপক্ষ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। তবে কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করছেন তাঁরা। 

পরে টানেলের পতেঙ্গা প্রান্তে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) অফিসে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শ্রমিক-কর্মচারীরা তাঁদের দাবি পেশ করেন। তবে বিক্ষোভ চলাকালে টানেলে গাড়ি চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি। 

টানেলের ওয়ার্কশপ সেকশনের ম্যানেজার মঈনুল ইসলাম বলেন, ‘বেতন নিয়ে অসন্তোষের কারণে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করেন। পরে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কর্মকর্তাদের সঙ্গে তাঁরা দেখা করে দাবি জানিয়েছেন। টানেলে এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫