হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে লিফট থেকে উদ্ধার কিশোরীর মরদেহ দাফন, মামলা হয়নি 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে আটকা পড়ে মারা যাওয়া কিশোরীর মরদেহ দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ‍্যায় লিফট ভেঙে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার সন্ধ্যায় দাফন করা হয়। তবে আজ বিকেল ৪টা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। 

সাবেকুন্নাহার (১৩) নামে ওই কিশোরী ভবনটির পঞ্চম তলার বাসিন্দা ব‍্যবসায়ী মো. সোহেলের বাসার পরিচারিকার কাজ করতো। তার বাড়ি সদর উপজেলার গোয়ালিয়াখোলায়। সোহেল বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুসের ছেলে। কয়েকদিন আগে ভবনের পঞ্চম তলার একটি ফ্ল‍্যাট তিনি ভাড়া নেন। 

বান্দরবান সদর থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) ধনতোষ ত্রিপুরা ওই ঘটনায় মামলার না হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে পুলিশ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে বলে জানান ধনতোষ। 

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) মির্জা জহির উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার শহরে বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনে এ ঘটনা ঘটে। দুপুরে ওই ভবনের দারোয়ান নুরুল আমিন ভবনের পেছনের অংশের লিফটে উঠলে ভেতরে রক্তের ফোঁটা দেখেন। হঠাৎ লিফটটি বন্ধ হয়ে যায়। এরপর দরজা খুলতেই ওপর থেকে তাঁর সামনে মরদেহ পড়ে। ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। জ্ঞান ফিরে পেয়ে ভবনের এক বাসিন্দাকে কল করেন। আবুল কালাম নামে ওই বাসিন্দা থানায় খবর দিলে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দারোয়ানকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে দারোয়ানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 

প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী লিফট ভেঙে ভেতর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে। 

তবে কীভাবে কখন ও কেন মেয়েটি লিফটে আটকা পড়ে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। পুলিশ বিস্তারিত জানার জন‍্য ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বাসার লোকজনের কাছ থেকে জানার চেষ্টা করছে। 

কিশোরীর ময়নাতদন্ত বান্দরবান সদর হাসপাতালে সম্পন্ন হয়। আজ সন্ধ‍্যার দিকে বান্দরবান পৌরসভার সহায়তায় স্টেডিয়াম সংলগ্ন কবরস্থানে মরদেহ দাফন করা হয় বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) তৌহিদুল আলম।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ