হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বসত ঘর থেকে যুবককে লাশ উদ্ধার, স্ত্রী আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

এজাহার উদ্দিন বাবলা। ফাইল ছবি

কুমিল্লার লালমাইয়ে বসত ঘর থেকে এজাহার উদ্দিন বাবলা (১৯) নামে এক যুবককে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই যুবকের স্ত্রীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাবলা সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার চন্ডীপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। তিনি লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের ইমন হোসেনের ডেইরি ফার্মে কাজ করতেন।

জানা যায়, এজাহার উদ্দিন বাবলার স্ত্রী জান্নাতুল নাঈমকে নিয়ে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। এক বছর আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভুলুয়াপাড়া গ্রামে বিয়ে করেন তিনি।

বাবলার পাশের কক্ষের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘এই দম্পতি এক সপ্তাহ আগে কক্ষটি ভাড়া নেন। শনিবার রাত ১১টায় বাবলার স্ত্রী আমাদের ডেকে তাদের কক্ষে নিয়ে যান। আমরা গিয়ে দেখি, বাবলার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেছেন, তার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।’

বাবলার ভাই রায়হান উদ্দিন বলেন, ‘আমার ভাইকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে তার স্ত্রী। এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মৃতের ভাই রায়হান বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করেছেন।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট